ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মদনে বিনামূল্যে চক্ষু শিবির

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মদনে বিনামূল্যে চক্ষু শিবির

নেত্রকোনা : নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর টি.আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে একদিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

রোববার সকালে আয়োজিত এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইউসুফ আলী।

মদন পৌরসভার মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর গোলাম আহমেদ, মুক্তিযোদ্ধা সমাজসেবক মিজানুর রহমান খান প্রমুখ।

দেওয়ান জাহের বখত গং ওয়াকফ অ্যাস্টেট ও মদন পৌরসভার সহযোগিতায় ময়মনসিংহ বিএসএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

চক্ষু শিবিরে জেলার বিভিন্ন উপজেলা ও মদন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সহস্রাধিক রোগী লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করে বিভিন্ন ধরনের চক্ষু রোগের চিকিৎসাসেবা গ্রহণ করেন। এদের মধ্য থেকে আবার বাছাইকৃত রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। ময়মনসিংহ বিএসএসবি চক্ষু হাসপাতালের ১০ জন চিকিৎসক সকাল থেকে দুপুর পর্যন্ত রোগী বাছাই ও চক্ষু চিকিৎসা এবং কৃত্রিম লেন্স সংযোজন করেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়