ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় আইইউটি

মনসুর আলী জিসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় আইইউটি

রাইজিংবিডি২৪.কম:

‘আন্তর্জাতিক রোবটিক্স চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। এশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এ প্রতিযোগিতা আসছে জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সর্বকনিষ্ঠ দল হিসেবে আইইউটির ‘আইএসওমেট্রিক’ দল এতে অংশ নিচ্ছে।

আইইউটি থেকে অংশ নেওয়া ‘আইএসওমেট্রিক’ দল বাংলাদেশ পর্বের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান  এবং বুয়েট প্রথম স্থান অর্জন করে। চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, আইইউটির এ দলের সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। এ দলের সদস্যরা হচ্ছেন, টি এম মনিরুজ্জামান সানি, মীর শাহরুখ ইসলাম, নাজমুস সাকিব। এদের সবাইকে সহযোগিতা করেছেন মাসনুর রাশিদ এবং আবু সুজন।

আইইউটির দলের সকল সদস্য প্রথম বর্ষের হলেও বুয়েটের বিজয়ী দলের সবাই ছিলেন মাস্টার্ষ পর্যায়ের। প্রতিযোগিতায় সফল হয়ে অসাধারণ এক নৈপুণ্যের স্বাক্ষর রেখেছে তরুণ এ উদ্ভাবকেরা।

দলটির সদস্য সানি জানায়,  ‘রোবট বানানোর জন্য আমাদের হাতে সময় ছিলো খুবই অল্প। আইইউটিতে এখন ছুটি চললেও আমাদের রোবট বানানোর কাজে ব্যস্ত থাকতে হয়েছে। দিনরাত পরিশ্রম করে আমরা রোবট বানাতে সক্ষম হই। প্রতিযোগিতা উপলক্ষ্যে আমরা দু’টি রোবট বানাই। এ দুটি রোবটই আমরা মাত্র ২৫ দিনে তৈরি করি। তবে একটিতে সমস্যা থাকায় প্রতিযোগিতার শেষদিনও জানতাম না, সুযোগ পাবো কি না। কিন্তু অবশেষে সফল হলাম।’

আগামী বছরের ৩-৫ জানুয়ারি ভারতের আইআইটিতে আন্তর্জাতিক রোবোটিক্স চ্যালেঞ্জের ফাইনাল পর্বে অংশ নেবে বাংলাদেশের এ দুটি দল। ফাইনালে বাংলাদেশ, ভারত ছাড়াও অংশ নিবে  মিশর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা এবং আরব আমিরাত।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়