ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাবি বাংলা বিভাগের ড. মুহম্মদ শহীদুল্লাহকে স্মরণ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
ঢাবি বাংলা বিভাগের ড. মুহম্মদ শহীদুল্লাহকে স্মরণ

রাইজিংবিডি২৪.কম:

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা করেন এবং বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মরণে রোববার ঢাবির আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী এক সেমিনার ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেছেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বহু ভাষায় পণ্ডিত ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “মহান ভাষা আন্দোলন এবং বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন, জাতি তা চিরদিন স্মরণ করবে।“

বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সিদ্দিকা মাহমুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন বাংলা বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাইউম। স্বাগত বক্তব্য দেন সেমিনার কমিটির আহবায়ক অধ্যাপক ড. বেগম আকতার কামাল।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়