ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফাইনালে খেলবেন আমির?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাইনালে খেলবেন আমির?

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলার সম্ভাবনা আছে মোহাম্মদ আমিরের

ক্রীড়া ডেস্ক : পিঠের চোট মোহাম্মদ আমিরকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল থেকে ছিটকে দিয়েছিল। রোববার ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে পারবেন পাকিস্তানের বাঁহাতি পেসার?

শুক্রবার ওভালে পুরো অনুশীলন সেশন সম্পন্ন করেছেন আমির। পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ জানিয়েছেন, আমির এখন ফিট। তবে ফাইনালে আমির খেলবেন কিনা, সেটা নিশ্চিত করেননি তিনি, ‘আমির বল করেছে আজ। আমির ফিট। এখনো কোনো সিদ্ধান্ত (খেলানোর ব্যাপারে) নেইনি আমরা।’

চ্যাম্পিয়নস ট্রফিতে আমির ভালো বোলিং করলেও লিগ পর্বে প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেটশূন্য ছিলেন। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ রানে নেন ২ উইকেট। পাশাপাশি  গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে অপরাজিত ২৮ রান করে দলের জয়ে অবদান রাখেন।

তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে টসের ঠিক আগ মুহূর্তে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে ছিটকে পড়েন আমির। তার জায়গায় অভিষেক হয় আরেক বাঁহাতি পেসার রুম্মান রইসের। স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তানকে প্রথম সফলতাও এনে দেন তিনিই। দলের ৮ উইকেটের জয়ের ম্যাচে ৪৪ রানের ২ উইকেট নেন রইস।

ফাইনালে আমির খেলতে না পারলে সেটা পাকিস্তানের জন্য কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না বলে মনে করেন আজহার, ‘আমাদের বেঞ্চ শক্তিশালী। গত ম্যাচে যখন আমির একাদশে ছিল না, তখন অনেকেই চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু রুম্মান রইস যেভাবে বল করেছে, তা প্রমাণ করে যে আমাদের বেঞ্চ শক্তিশালী। যে কেউ যে কারও পরিবর্তিত হিসেবে খেলতে পারে।’

আমির ফাইনালে ফিরলে রইসকে দলের বাইরে যেতে হবে বলেও ইঙ্গিত দিলেন আজহার, ‘দেখা যাক, কে খেলে- রুম্মান নাকি আমির। এটা কোনো ব্যাপার না। সে (রইস) মানসম্পন্ন একজন বোলার। সেমিফাইনালে সে দেখিয়েছে, বড় মঞ্চে আমাদের জন্য কী করতে পারে। সুতরাং এটা আমাদের জন্য ভালো লক্ষ্মণ।’

ফাইনালে আমিরের মতো অভিজ্ঞ খেলোয়াড় ফিরলে সেটা পাকিস্তানের জন্য দারুণ কিছু হবে বলে মনে করেন আজহার। তবে আমির খেলতে না পারলেও ক্ষতি নেই বলেই মত প্রাক্তন পাকিস্তানি পেসারের, ‘যখন আপনি ফাইনালে যাবেন, তখন দলের অভিজ্ঞ খেলোয়াড়কে চাইবেন। আপনি চাইবেন সে পরিপূর্ণ ফিট হয়ে খেলুক নির্দিষ্ট দিনে। কিন্তু (আমিরকে বলেছি আমরা) সে যদি কোনো সমস্যা মনে করে তাহলে সে বলুক আমাদের। সে বল করেছে আজ। সবই ভালো। কিন্তু আমির যদি না খেলতে পারে, তাতে মাইন্ড করার কিছুই থাকবে না। সে যদি ফিট না থাকে খেলার আগে, তখন বিকল্প পথেই হাটঁতে হবে আমাদের।’

লন্ডনের ঐতিহাসিক ওভালে ভারত-পাকিস্তান ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রোববার বিকেল সাড়ে ৩টায়। এই প্রথম আইসিসির ৫০ ওভারের কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। দুই দল সর্বশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

তথ্যসূত্র : ক্রিকইনফো।




রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়