ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হারের পর যা বললেন কোহলি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হারের পর যা বললেন কোহলি

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭ আসরের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ভারত। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল তাদের। কিন্তু ফাইনালের মঞ্চে সেই পাকিস্তানকেই ভিন্নরূপে দেখল ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে ১৮০ রানে হারে বিরাট কোহলির দল।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শিরোপা হারানোর পর ভারতীয় অধিনায়ক কোহলি বলেন, ‘আমি পাকিস্তান দলকে অভিনন্দন জানাতে চাই। তারা বিস্ময়কর একটি টুর্নামেন্ট খেলেছে। বাজে শুরুর পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে বুঝা যায় তাদের দলে প্রতিভার অভাব নেই। নিজেদের দিনে যে কোনো দলকেই যে তারা হতাশ করতে পারে সেটা আরেকবার প্রমাণ হয়েছে।’

ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া হলেও নিজেদের ভালো পারফরম্যান্সের কথা এভাবে জানান কোহলি, ‘এটা আমাদের জন্য হতাশার। তবে আমি নিরাশ হচ্ছি না। কেননা, ফাইনালে পৌঁছার জন্য আমরা দারুণ খেলেছি। এমন কিছু খেলায় হয়েই থাকে। আমরা কাউকেই হালকাভাবে নিতে পারি না। তবে আজকের দিনে তার বেশ সাজানো ও আকর্ষনীয় ছিল। বল হাতে শুরুতে আমরা বেশ কিছু উইকেট নেওয়ার সুযোগ নিতে পারতাম। কিন্তু সেটা হয়নি।’

পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি নিজেদের সমালোচনা করে কোহলির বক্তব্য, ‘আমরা নিজেদের সেরাটা দিতে চেষ্টা করেছি। তবে বল হাতে পাকিস্তান আজ বেশ আগ্রাসী ছিল। হার্ডিক পান্ডিয়ার জন্য সেটা কোনো সমস্যাই ছিল না। তার ব্যাটিংয়ের ধরন অসাধারণ ছিল। বুমরাহ্র নো বলটি না হলে সেটা আরও গুরুত্বপূর্ণ হতো। তবে সব মিলিয়ে আমরা আজ একটি ক্রিকেট ম্যাচ হেরেছি। ভুলগুলো শুধরে আমাদের এগিয়ে যেতে হবে। পিচ ধারাবাহিকভাবে খারাপ ছিল না। আমরা সেরাটা আদায় করতে চেয়েছিলাম কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’




রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়