ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইতিহাস গড়ে সরফরাজের বক্তব্য

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিহাস গড়ে সরফরাজের বক্তব্য

ক্রীড়া ডেস্ক: উপমহাদেশের ক্রিকেটে পরাশক্তি দল হলেও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসরে আগে কখনো শিরোপা জেতেনি পাকিস্তান। রূপকথার জন্ম দিয়ে ২০১৭ আসরের শিরোপা জেতে পাকিস্তান। তাও আবার নিজেদের চির প্রতিদ্বন্দ্বী দল ভারতের বিপক্ষে।

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতে ইতিহাস গড়ার পর পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে হারের পর আমি ছেলেদের বলেছিলাম, আমাদের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। আমরা বেশ ভালো খেলেছিলাম এবং এখন আমরা ফাইনালেও জয় পেয়েছি। ফখর খুবই কার্যকর একজন খেলোয়াড়। নিজের প্রথম আইসিসি টুর্নামেন্টেই সে চ্যাম্পিয়নের মতোই খেলেছে। পাকিস্তানের জন্য সে অসাধারণ একজন খেলোয়াড় হতে পারবে।’

৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারতকে মাত্র ১৫৮ রানেই অলআউট করে পাকিস্তানি বোলাররা। তাই নিজেদের বোলারদের প্রশংসা করে সরফরাজের বক্তব্য, ‘আমি সব প্রশংসা বোলারদের দিতে চাই। আমির, হাসান আলী, সাদাব, জুনায়েদ, হাফিজসহ প্রত্যেকে সত্যিই বেশ দারুণ বোলিং করেছে। আমাদের দলটি তরুণ আমি সবাইকে এ জয়ের কৃতিত্ব দিতে চাই। এই টুনার্মেন্টের সাফল্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। হারানোর কোনো চিন্তা ছাড়াই আমরা এখানে খেলতে এসেছি এবং আমরা এখন চ্যাম্পিয়ন। এটা আমার এবং দেশের জন্য বেশ গর্বের। আমাদের সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়