ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জে পাহাড়ি ঢলে ১৫ ঘর বিধ্বস্ত

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে পাহাড়ি ঢলে ১৫ ঘর বিধ্বস্ত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি ঢলে ১৫টি ঘর বিধ্বস্ত হয়েছে।

রোববার দুপুর থেকে জেলায় একটানা বৃষ্টি শুরু হয়। দিবাগত রাতে বৃষ্টির পানির ঢলে উপজেলার রশিদপুর চা-বাগানের কোয়ার্টার লাইন এলাকার ১৫টি ঘর বিধ্বস্ত হয়েছে।

এ ব্যাপারে উপজেলার চেয়ারম্যান আব্দুল হাই জানান, পাহাড়ি ঢলে কোয়ার্টার এলাকায় ১৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। আরো ২০-২৫টি ঘর হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় বিধ্বস্ত হতে পারে।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন। 



রাইজিংবিডি/হবিগঞ্জ/১৯ জুন ২০১৭/মো. মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়