ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টুর্নামেন্ট সেরা ওয়ালটনের সাহেল

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৪ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টুর্নামেন্ট সেরা ওয়ালটনের সাহেল

টুর্নামেন্ট সেরার পুরস্কার নিচ্ছেন ওয়ালটন গ্রুপের ক্রিকেটার মো. সাহেল মিয়া

ক্রীড়া প্রতিবেদক : ২৩টি করপোরেট প্রতিষ্ঠানকে পিছনে ফেলে ওয়ালটন গ্রুপ টি-টোয়েন্টি করপোরেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাট-বলের অসাধারণ প্রদর্শনীতে ওয়ালটন গ্রুপ শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে। ওয়ালটনের সাফল্যের বড় অবদান দলের অলরাউন্ডার সাহেল মিয়ার।

 

ব্যাটিং কিংবা বোলিংয়ে দুই বিভাগেই সাহেল মিয়া অনন্য। দারুণ পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কারও উঠেছে তার হাতে।

 

খেলোয়াড় কোটায় ওয়ালটন গ্রুপে জায়গা করে নিয়েছিলেন। ধারাবাহিকভাবে নিজের সেই যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন মোহাম্মদ সাহেল মিয়া। যেকোনো ক্রিকেট টুর্নামেন্টে ওয়ালটন গ্রুপের অংশগ্রহণ মানেই সাহেলের ব্যাটে ঝড়। করপোরেট ক্রিকেটের এবারের আসরেও এর ব্যতিক্রম হল না।

 

 

ওয়ালটনের জার্সিতে ব্যাট হাতে সাহেল মিয়া ২৩৬ রান করেছেন। বল হাতে উইকেট পেয়েছেন ৮টি। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনালের আগ পর্যন্ত সাহেল মিয়ার হাতে উঠে ৩টি ম্যাচসেরার পুরস্কার; যা টুর্নামেন্টে সর্বোচ্চ।

 

ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পাওয়ার পর সাহেল মিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,‘আমার জীবনের সেরা অর্জন। এর আগে করপোরেট ক্রিকেটে একাধিক টুর্নামেন্ট খেললেও এবার চ্যাম্পিয়ন হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমার অবদান ওয়ালটন গ্রুপকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রেখেছে। এজন্য আমি সত্যিই খুশি। ভবিষ্যতেও নিজের পারফরম্যান্স ধরে রাখার আপ্রাণ চেষ্টা করব।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়