ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিদ্ধান্তহীনতার কারণে দৈন্য দশা বিএনপির : তথ্যমন্ত্রী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ২০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিদ্ধান্তহীনতার কারণে দৈন্য দশা বিএনপির : তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন ধার করা নেতৃত্ব দিয়ে চলছে । খালেদা জেলে, তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক আসামি। দেশের বাইরে থেকে দলের নেতৃত্ব দেওয়া সহজ নয়। এ অবস্থায় ভাড়া করা নেতৃত্ব ও তাদের সিদ্ধান্তহীনতার কারণে বিএনপি  দৈন্য দশায় আছে।

সোমবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেও করেনি। যেমন তারা নির্বাচনে অংশ নিলেও মাঠে তৎপর ছিল না। তাদের কোনো প্রচারণা ছিল না, অনেকে কেন্দ্রে এজেন্ট দেয়নি। আর মনোনয়ন বাণিজ্য তো হয়েছেই। এক আসনে একাধিক প্রার্থী ছিলো। মনোনয়ন বাণিজ্যের কারণে লেজেগোবড়ে হয়ে গেছে তাদের নির্বাচন। লন্ডন থেকে সেই মনোনয়ন বাণিজ্যের সূত্রপাত। ঢাকাতেও বাণিজ্য হয়েছে। সোজা কথা, বিএনপি দৈন্য দশায় পৌঁছে গেছে।’

‘তা ছাড়া এখনো ঐক্যফ্রন্ট বহাল আছে। ভাড়া করা নেতা ড. কামাল হোসেন তো আছেনই। বিএনপি এখন নতুন করে নেতৃত্ব ভাড়া করবে কি না, তারাই জানে ,’ মন্তব্য করেন মন্ত্রী।

খালেদা জিয়ার মামলায় সরকার হস্তক্ষেপ করছে না উল্লেখ করেন ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া আদালতে শাস্তি পেয়েছেন। তার বিচারের জন্য সরকার তো কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেনি, মামলাও সরকার দেয়নি, বরং তারা যতবার আদালত থেকে সময় নিয়েছে, সেটা নজিরবিহীন। সরকার আইনকে প্রভাবিত করেনি, বরং তারা বারবার সময় নিয়ে আদালতকে হেনস্তা করেছে।’

বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়ায় জিহ্বায় কামড় লেগে ঘা হয়েছে। আমি পিজি হাসাপাতলে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) কথা বলে জেনেছি, তারাও একই কথা বলেছে। অসতর্ক অবস্থায় যে কারো জিহ্বায় কামড় লাগতে পারে। এটা কোনো রোগ নয়। বেঁচে থাকার জন্য তাকে জাউ খেতে হচ্ছে, এটা ঠিক তথ্য নয়।’

রূপপু‌রে অ‌নিয়‌মের ব্যাপা‌রে তথ্যমন্ত্রী ব‌লেন, ‘রূপপুরে অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৮/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়