ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিটফোর্ডের দোকানে ক্ষতিকর ও মানহীন ওষুধ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৩, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিটফোর্ডের দোকানে ক্ষতিকর ও মানহীন ওষুধ

জ্যেষ্ঠ প্রতিবেদক : মিটফোর্ড এলাকার বিভিন্ন ওষুধের দোকানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মানহীন ওষুধ বিক্রি হচ্ছে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ রকম দোকানে অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ করেছে।

অভিযান শেষে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিটফোর্ড এলাকায় অবস্থিত বিভিন্ন মার্কেটের ওষুধ দোকানে অভিযান চালিয়ে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, ‘অবৈধভাবে আমদানি নিষিদ্ধ, অনুমোদনহীন, ফিজিসিয়ান স্যাম্পল, সরকারি প্রতিষ্ঠানের বিক্রয়নিষিদ্ধ ওষুধ দোকানগুলোতে পাওয়া যায়, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মানহীন। চোরাই পথে সরকারের কর ফাঁকি দিয়ে বাজারজাত করা হয় এগুলো।’

র‌্যাব জানায়, দেশ ড্রাগ হাউজ, সেবা মেডিক্যাল এজেন্সি, ফারাজ মেডিসিন মেট, এম ডি কেমিক্যালস্, মিতু কেমিক্যালস্, নবাব মেডিক্যালস্, সাদিয়া এন্টারপ্রাইজ, মেসার্স মিলা ড্রাগ হাউজ ও ফার্মা ভিউকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়