ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আসগর আফগানই আমার অধিনায়ক : গুলবাদিন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসগর আফগানই আমার অধিনায়ক : গুলবাদিন

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের আগে তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন অধিনায়ক নির্বাচন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে তারা নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে বিশ্বকাপের জন্য ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে গুলবাদিন নাইবকে নির্বাচন করে। সেটা নিয়ে অবশ্য অনেক সমালোচনা হয়। দলের সিনিয়র খেলোয়াড়রাও বোর্ডের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন। যদিও বোর্ড তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

সমালোচনা হলেও নতুন অধিনায়ক গুলবাদিন নাইব জানিয়েছেন আসগর আফগানই তার অধিনায়ক। আইসিসিকে গুলবাদিন বলেন, ‘আসগর আফগান এখনো আমার অধিনায়ক। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে আমরা কিছু ম্যাচ খেলেছি। ওই ম্যাচগুলোতে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে গাইড করেছেন। আমার জন্য তিনি আলাদা কোনো খেলোয়াড় নন। তিনি এখনো আমার অধিনায়ক।’

নাইব আরো জানিয়েছেন অধিনায়ক যে-কেউ হতে পারে, কিন্তু দলের লক্ষ্য একটাই। সেটা হল দেশের জন্য খেলা, ‘আমি সব সময় আসগর আফগানের সহায়তা চাই। শুধু তিনি একা নন, নবী-রশিদ তাদেরও সহায়তা চাই। তাদের অভিজ্ঞতা অনেক। আমাদের সবার লক্ষ্য একটাই। আমরা দল হিসেবে আফগানিস্তানের হয়ে খেলতে চাই। অধিনায়ক যে-ই হোক না কেন।’

বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দিতে যাচ্ছেন সেটা ভেবে বেশ রোমাঞ্চিত গুলবাদিন, ‘আমি আসলে খুবই রোমাঞ্চিত এই ভেবে যে বিশ্বের সামনে আমি আফগানিস্তানকে তুলে ধরার সুযোগ পাচ্ছি একজন অধিনায়ক হিসেবে। ২০১৫ বিশ্বকাপের স্মৃতি আমার মনে আছে। আমি মাত্র একটি ম্যাচ খেলেছিলাম। আবারও খেলতে যাচ্ছি। এবারও আমি আফগানিস্তান বিশ্বকাপ দলের অংশ। এবার অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। বিষয়টা আমার জন্য গর্বের।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়