ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাবরের সেঞ্চুরিতেও ভালো পুঁজি পেল না পাকিস্তান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবরের সেঞ্চুরিতেও ভালো পুঁজি পেল না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের বাবর আজম। তার ১১২ রানের অনবদ্য ইনিংস খেলার পরও ৪৭.৫ ওভারে ২৬২ রানে অলআউট হয়েছে পাকিস্তান।  জেতার জন্য আফগানিস্তানকে করতে হবে ২৬৩ রান।

ব্রিস্টলে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ১০০ রান তুলতেই প্রথম সারির চার-চারজন ব্যাটসম্যানকে হারায়। তবে থিতু হয়ে যান বাবর আজম। তিনি ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভার পর্যন্ত খেলেন। এ যাত্রায় তুলে নেন সেঞ্চুরিও।



১০৮ বল খেলে ১০ চার ও ২ ছক্কায় ১১২ রান করে যান তিনি। তার এই রানে ভর করে ৪৭.৫ ওভারে ২৬২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাবর আজম ছাড়া ৪৪ রান করেন শোয়েব মালিক। ৩২টি রান আসে ইমাম-উল-হকের ব্যাট থেকে। ১৯ রান করেন ফখর জামান।

বল হাতে আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন রশিদ খান ও দাওলাত জাদরান।




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়