ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর ২ কিলোমিটার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৪, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর ২ কিলোমিটার

সচিবালয় প্রতিবেদক : পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসছে আজ। ১৫ নম্বর খুঁটির সামনে স্প্যানটি এনে প্রস্তুত রাখা হয়েছে।

সেতু বিভাগ সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি বসানোর জন্য নিয়ে আসা হয়।  

পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলী হুমায়ুন কবির জানান, অ্যাংকরিং করার পর দেখা গেছে, বাকী যে সময় রয়েছে এতে বসানোর পর পুরো কাজ শেষ করা সম্ভব নয়। তাই শনিবার সকালে এটি খুঁটির ওপর স্থাপন করা হবে। আবহাওয়াসহ নানা কারণে সকালে এটি জেডি থেকে রওনা হতে কিছুটা বিলম্ব হয়।

তিনি বলেন, ‘এই স্প্যানটি স্থাপন হলে পদ্মা সেতু দৃশ্যমান হবে প্রায় দুই কিলোমিটার।’

‘৩বি’ নামের স্প্যানটি মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারে বসানোর হচ্ছে। ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ‘তিয়ান ই’ ক্রেন বহন করে নিয়ে আসে।

এর আগে ২০ মে বসানোর কথা থাকলেও পদ্মায় নাব্যতা সংকট আর লিফটিং ক্রেনের স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। স্প্যানবহনকারী ক্রেনের রুটে পদ্মায় নাব্যতা সংকট রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়