ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভেনেজুয়েলায় কারাগারে ২৯ বন্দি নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেনেজুয়েলায় কারাগারে ২৯ বন্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় কারাগারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে ২৯ জন বন্দি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৯ পুলিশ কর্মকর্তা।

কর্মকর্তাদের দাবি, বন্দিরা কারাগার থেকে পালানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে। তবে মানবাধিকার গ্রুপগুলো একে বড় ধরণের হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স  জানিয়েছে, পর্তুগুয়েসা প্রদেশের আকারিগুয়া পৌর পুলিশ কারাগারে এ ঘটনা ঘটেছে।

পর্তুগুয়েসা নাগরিক নিরাপত্তা সচিব অস্কার ভ্যালেরিও সাংবাদিকদের বলেছেন, ‘পালানোর চেষ্টা হচ্ছিল এবং বিরোধী গ্রুপগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছিল। পুলিশ পালানো চেষ্টাকারীদের ঠেকাতে সক্ষম হয়, পরে ২৯ জনের মৃত্যু হয়।’

তিনি জানান, বন্দিরা কারাগারের ভেতরে তিনটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় যাতে ১৯ পুলিশ কর্মকর্তা আহত হয়।

মানবাধিকার গ্রুপগুলো কর্মকতাদের দেওয়া বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছে।

ভেনেজুয়েলান প্রিজনস অবজারভেটরির হামবার্তো প্রাদো বলেন, ‘বন্দি ও পুলিশের মধ্যে কীভাবে সংঘাত হয় এবং কেবল বন্দিই নিহত হয়?’

তিনি বলেন, ‘বন্দিদের কাছে যদি অস্ত্র থেকে থাকে তাহলে সেই অস্ত্র কীভাবে তাদের কাছে গেল?’

প্রাদো জানান, বন্দিরা গত কয়েক দিন ধরে তাদেরকে দূরবর্তী কারাগারে স্থানান্তর না করার দাবি জানিয়ে আসছিল। কারণ দূরের কারাগারে পাঠানো হলে স্বজনরা দেখা  করতে পারবে না বলে আশঙ্কা করছিল তারা।




রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়