ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশকে ফেবারিট মনে করেন তামিম

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৪, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশকে ফেবারিট মনে করেন তামিম

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। এবার বিশ্বকাপে উন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ব্যাটে-বলে ক্যরিবীয়দের দুর্দান্ত একটি  দল থাকলেও তাদের বিপক্ষে নিজেদের ফেবারিট মনে করেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

‘আমরা ফেবারিট অবশ্যই। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। ওদের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ জিতেছি। আমরা ফেবরিট হতেই পারি। আয়ার‌্যলান্ডে আমরা ওদের বিপক্ষে যা খেলেছি সবগুলোই তো জিতেছি। অবশ্যই ফেবরিট আমরা হতেই পারি।’

সমারসেটের উইকেটে সব সময় ব্যাটসম্যানদের জন্য বেশি সুবিধা থাকলেও এবার বোলাররাই সুবিধা পাচ্ছেন বেশি। তার ওপর ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে অন্তত তিনজন বোলার আছেন যাদের বলের গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার এর বেশি। অবশ্য এই বোলারদের বিপক্ষেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ভালো। তবে সেরা ক্রিকেট খেলতে পারলে ভালো ম্যাচ হবে বলে প্রত্যাশা তামিমের।

‘ক্রিকেট খেলাটাই এমন, যে সেরা ক্রিকেটটা বের করতে পারে তারাই জেতে। পুরো বিশ্বকাপে এটা যে কোনো বড় দলের বিপক্ষে যে কেউ করতে পারে। ওয়েস্ট ইন্ডিজ শেষ ছয় মাস আগেও যেমন ছিল তার থেকে এখন অন্যরকম। আবার আমরা প্রথম দুই ম্যাচ যেভাবে খেলেছি তাতে আমরা টপে ছিলাম। একটা আমাদের পক্ষে গেছে, আরেকটি বিপক্ষে। আমি বিশ্বাস করি এটি ভালো একটি ম্যাচ হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়