ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হ্যামস্ট্রিংয়ের চোট, তিন ম্যাচে মাঠের বাইরে ভুবনেশ্বর

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৮, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হ্যামস্ট্রিংয়ের চোট, তিন ম্যাচে মাঠের বাইরে ভুবনেশ্বর

ক্রীড়া ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারানোর পরই দুঃসংবাদ শুনলো ভারত। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পেসার ভুবনেশ্বর কুমার। মাঠের বাইরে থাকতে হবে অন্তত তিন ম্যাচ। নিজের তৃতীয় ওভারে চতুর্থ বলটি করার সময় এ চোট পান তিনি। চিকিৎসা নিতে ফিজিওর শরনাপন্ন হওয়ার পর পরবর্তীতে আর এ ম্যাচে বল করেননি তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইনজুরির কথা নিশ্চিত করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এখন পর্যন্ত এই বিশ্বকাপে ৯৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। তার বদলি হিসেবে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামতে পারেন এখনো পর্যন্ত এই বিশ্বকাপে কোন ম্যাচ না খেলা আরেক পেসার মোহাম্মদ শামি।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আঙ্গুলের ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েন ওপেনার শিখর ধাওয়ান।

টিম ম্যানেজমেন্টের আশা টুর্নামেন্টের শেষ পর্যায়ে দলে পাওয়া যাবে দুজনকেই। ভারতের পরবর্তী তিন ম্যাচ আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিপক্ষে।   




রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়