ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আট হাজারে দ্বিতীয় দ্রুততম আমলা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আট হাজারে দ্বিতীয় দ্রুততম আমলা

ক্রীড়া ডেস্ক : লোকি ফার্গুসনের অফ স্টাম্পের বলটা পয়েন্ট অঞ্চলে পাঠিয়ে দুই রান নিলেন হাশিম আমলা। এই দুই রানের পথে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান পূর্ণ করলেন ওয়ানডে ক্যারিয়ারের আট হাজার রান।

মাইলফলক ছুঁতে এজবাস্টনে বুধবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আমলার দরকার ছিল ২৪ রান। ফার্গুসনের বলে ওই দুই রানের প্রথমটিতে তিনি ছুঁয়ে ফেলেন মাইলফলক।

৩৬ বছর বয়সি আমলা আট হাজার রান করলেন ১৭৬ ইনিংসে, ওয়ানডে ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে দ্রুততম আট হাজার রানের রেকর্ডটি বিরাট কোহলির। ভারত অধিনায়কের লেগেছিল ১৭৫ ইনিংস।

২ থেকে ৭ হাজার পর্যন্ত দ্রুততম অবশ্য আমলাই। আট হাজারে এসেই শুধু একটু পিছিয়ে পড়লেন। 

দক্ষিণ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রান করলেন আমলা। আগের তিনজন হলেন- জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স ও হার্শেল গিবস।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়