ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউজিল্যান্ডকে আইসিসির জরিমানা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডকে আইসিসির জরিমানা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে নিউজিল্যান্ডকে জরিমানা করা হয়েছে।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে নিউজিল্যান্ড দল।

রোববার আইসিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাচ রেফারি ডেভিড বুন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে জরিমানা করেছেন ম্যাচ ফির ২০ শতাংশ। আর দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ১০ শতাংশ।

টুর্নামেন্ট চলাকালীন উইলিয়ামসনের অধীনে নিউজিল্যান্ড একই অপরাধ আবার করলে নিষিদ্ধ হবেন অধিনায়ক।

খেলা শেষে ম্যাচ রেফারির কাছে নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন উইলিয়ামসন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

নখ কামড়ানো উত্তেজনার এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারায় নিউজিল্যান্ড। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কিউইরা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়