ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে আরো ভালো খেলতে চায় আফগানিস্তান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বিপক্ষে আরো ভালো খেলতে চায় আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে নিরুত্তাপ হার মেনেছে আফগানিস্তান। কিন্তু ষষ্ঠ ম্যাচে শনিবার ভারতের বিপক্ষে তাদের প্রকৃত রূপ দেখিয়েছে। রোহিত-কোহলিদের প্রথমে তারা ২৩২ রানে আটকে দেয়। এরপর শেষ ওভার পর্যন্ত নিয়ে যায় ম্যাচটি। যদিও শেষ তিন বলে হার মেনেছে তারা।

কিন্তু ভারতের কঠিন পরীক্ষা নিয়েছে নবী-রশিদরা। ভারতের বিপক্ষে শনিবার যেমনটা খেলেছে, বাংলাদেশের বিপক্ষে তার চেয়েও ভালো খেলতে চায় আফগানিস্তান। এমনটাই জানিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। তার উপর সেই একই মাঠে বাংলাদেশের বিপক্ষে তাদের খেলা। নাইব প্রত্যাশা করছেন আগামীকালকের দিনটি তাদের হবে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এই উইকেটে ইতিমধ্যে আমরা খেলেছি। তবে ক্রিকেট ম্যাচ পরিস্থিতির উপর নির্ভর করে। আপনি কিভাবে খেলেন, নির্দিষ্ট দিনে কন্ডিশন কেমন, বিশেষ করে ইংলিশ কন্ডিশন। আগের দিনটি আমাদের জন্য দারুণ ছিল। যদিও আমরা ম্যাচটি হেরেছি। তবে ওই ম্যাচ থেকে অনেক ভালো কিছু শিখেছি। বাংলাদেশের বিপক্ষে তার চেয়েও বেশি ভালো কিছু করতে চেষ্টা করব। আমরা সহজ কোনো দল নই। যদিও আগের চার-পাঁচটা ম্যাচ আমরা খারাপ খেলেছি। আমরা আস্তে আস্তে উন্নতি করছি। ইনশাল্লাহ আগামীকাল আমাদের দিন হবে।’

বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ খুব ভালো করছে। বিশেষ করে ব্যাটিং পার্টনারশিপে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা প্রায় ৩৪০ রান তাড়া করে জিতেছে। যা তাদের সেরা ইনিংস। তারা বেশ প্রশংসিত হচ্ছে। আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকান তাহলে দেখবেন যে তারা গেল কয়েক বছরে বেশ ভালো করছে। বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক হওয়ার পর। তারা প্রত্যেক বিভাগেই ভালো করছে।’

‘এবারের বিশ্বকাপে কিছু কিছু এশিয়ান দল সুবিধা করতে পারছে না। কিন্তু বাংলাদেশ ভালো করছে। বিশেষ করে ব্যাটিংয়ে। মুর্তজা তাদের বেশ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। আমরা বাংলাদেশে খেলেছি। তাদের ক্রিকেট স্ট্রাকচার বেশ ভালো। বিশেষ করে ৫০ ওভার ফরম্যাটে। আমিও সেখানে এক মৌসুম খেলেছি।’ যো করেন তিনি।

সাকিব আল হাসানের পারফরম্যান্সের প্রশংসা করে গুলবাদিন বলেন, ‘সাকিব দারুণ খেলছে। সে যা করছে তা অসাধারণ। তবে আমরাও দিনকে দিন ভালো করছি। এটা আমাদের জন্য ভালো সংকেত।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়