ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আগস্টে ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগস্টে ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

অর্থনৈতিক প্রতিবেদক : চলতি ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় (আগস্ট) মাসে ১৪১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা অর্থবছরের প্রথম (জুলাই) মাসের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বেশি।

এদিকে অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে ২৭২ কোটি ৭৯ লাখ ডলার  রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংগুলোর মাধ্যমে। বেসরকারি এসব ব্যাংগুলোর মাধ্যমে ১০২ কোটি ৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ডলার।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়