ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিচারকার্য ছাড়া রায় দিতে চাপ দিচ্ছে সরকার : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচারকার্য ছাড়া রায় দিতে চাপ দিচ্ছে সরকার : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার আদালতকে ব্যবহার করে খালেদা জিয়ার মামলার রায় দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘রাষ্ট্রপক্ষ জোর করে আদালতকে ব্যবহার করে বিচারকার্য ছাড়াই রায় দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এটি সম্পূর্ণরুপে ন্যায়বিচারের পরিপন্থী, অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন। প্রতিহিংসার বিচার চরিতার্থ করতেই তাড়াহুড়ো করার তাগিদ দেওয়া হচ্ছে। রাষ্ট্রপক্ষের এই চাপ সরকারের নির্দেশেই হচ্ছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ আদালতকে বলেছে-যেহেতু খালেদা জিয়া আদালতে আসতে চাচ্ছেন না, তাই মামলার কার্যক্রম স্থগিত করে রায় ঘোষনার দিন ধার্য্য করুন। আদালতের কার্যক্রম শেষ করতে লিখিত আবেদনও দিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রের অবৈধ কর্তৃপক্ষ আওয়ামী সরকার চক্রান্তমূলকভাবেই দেশনেত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে - সেটি আবারও প্রমান করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।’

খালেদা জিয়ার শারীরিক অসুস্থ অবস্থার কথা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ, সেকথাটি আদালতকেই তিনি বলেছেন, কিন্তু আদালত তো তার চিকিৎসার ব্যাপারে কোনো নির্দেশনা দিলেন না। কারণ সেই আদালত সরকারের হুকুমের বাইরে যেতে পারবেন কী না সেটি নিয়ে জনগণ সন্দেহ পোষণ করে।’

বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী-সমর্থকদের ছাঁকনি দিয়ে ধরা হচ্ছে। গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ঢাকাসহ সারাদেশে গায়েবি মামলা দায়ের করা হয়েছে তিন হাজারের অধিক। আসামি করা হয়েছে নামে-বেনামে প্রায় তিন লাখ নেতাকর্মীকে। গ্রেফতার করা হয়েছে তিন হাজার ৫০০ এর অধিক নেতাকর্মীকে।’




রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৮/রেজা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়