ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হার্টের সমস্যা শনাক্ত করবে অ্যাপলের স্মার্টওয়াচ

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হার্টের সমস্যা শনাক্ত করবে অ্যাপলের স্মার্টওয়াচ

আহমেদ শরীফ : স্মার্টওয়াচ তৈরির ক্ষেত্রে অ্যাপল এখন নতুন পথ দেখাচ্ছে।

নতুন তিন ধরনের আইফোনের পাশাপাশি অ্যাপল একটি অত্যাধুনিক হাতঘড়িও বাজারে নিয়ে আসছে। এটি মানুষের হার্টের সমস্যা শনাক্ত করতে পারবে। এমনকি যখন রোগী বেশি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যাওয়ার আশঙ্কা হলে তখন সেটি রোগীর চিকিৎসককে ফোনও করবে।

এই হাতঘড়িতে একটি অ্যাপ থাকছে, যেখানে ডিজিটাল ক্রাউনে স্পর্শ করলেই ৩০ সেকেন্ডের মধ্যে মানুষের হৃদস্পন্দন কেমন হচ্ছে তা জানিয়ে দেবে। স্বাস্থ্য বিষয়ে সব ডেটা রেকর্ড করা হবে এবং তা পিডিএফ ফর্মে চিকিৎসকের কাছে পাঠানো যাবে। অ্যাপলের এই স্মার্টওয়াচ রোগীর ইসিজিও করতে পারবে। এই স্মার্টওয়াচের নাম ‘অ্যাপল ওয়াচ সিরিজ ফোর’। আগামী ১৭ সেপ্টেম্বর এটি বাজারে আসবে।

নতুন এই স্মার্টওয়াচ দু ধরনের হবে। জিপিএস প্লাস সেলুলার ভার্সন এর দাম ৪৯৯ ডলার ধরা হয়েছে। জিপিএস ছাড়া ভার্সনের দাম ৩৯৯ ডলার। এর স্পিকার আগের চেয়ে ৫০ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন আর স্মার্টওয়াচটির স্ক্রিনও ৩০ গুণ বড় করা হয়েছে। গত বুধবার অ্যাপল পার্ক হেডকোয়ার্টারে নতুন এই স্মার্টওয়াচ প্রদর্শন করা হয়। অ্যাপল বলছে কানেক্টিভিটি বাড়াতে এই স্মার্টওয়াচের পেছনের অংশ সিরামিক ও স্যাফায়ারে তৈরি করা হয়েছে।



তথ্যসূত্র: ফার্স্ট পোস্ট

**




রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়