ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিয়ানমারের গণতান্ত্রিক রূপান্তর থেমে গেছে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারের গণতান্ত্রিক রূপান্তর থেমে গেছে

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ। একইসঙ্গে দেশটির সরকার ঘৃণামূলক বার্তা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে, বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে। আর  এ কারণে মিয়ানমারে স্বৈরশাসন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রুপান্তর প্রক্রিয়া থেমে আছে।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মিশনের স্বাধীন প্যানেলের সভাপতি মারজুকি দারুসমান এ কথা বলেছেন।

মারজুকি দারুসমান বলেছেন, গণতন্ত্রের জন্য এমন একটি সরকারের প্রয়োজন যেটি সুবিবেচনাকে গ্রহণ করে, এটা এমন নেতৃত্বের ওপর নির্ভর করে যিনি বিদ্বেষমূলক বার্তা ও ক্ষতিকর ভুল তথ্যকে সক্রিয়ভাবে মোকাবেলা করেন।’

মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মো তুন জেনেভায় ফোরামের বৈঠকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছেন।

২৭ আগস্ট ফ্যাক্ট ফাইন্ডিং মিশন মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে রাখাইনসহ তিনটি রাজ্যে মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের ভয়ঙ্কর সব বিবরণ দেওয়া হয়েছে। মিশনের সদস্যরা এই প্রতিবেদনে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছিল, যার মধ্যে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের সেনাপ্রধান ও জ্যেষ্ঠ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করার কথা আছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়