ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৭৯ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭৯ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

সচিবালয় প্রতিবেদক : ৭৯ জন সহকারী জজ নিয়োগ দিয়ে পদায়নের আদেশ জারি করেছে সরকার।

 

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

 

নিয়োগ পাওয়া সহকারী জজদের আগামী ২২ জানুয়ারি তাদের নামের পাশে উল্লেখ করা জেলার জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

 

উল্লেখ্য, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ০৯/০৩/২০১৬ তারিখের জেএসসি/পনিদ/নিয়োগ-৯ম-বিজেএস/১/২০১৪/৩২ নম্বর স্মারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে ৭৯ জন নির্বাচিত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ টাকা বেতনক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয়েছে।

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়।

 

নিয়োগ ও পদায়নের তালিকা দেখতে এখানে

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়