ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু আজ

অহ নওরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৫, ১২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু আজ

সাংস্কৃতিক প্রতিবেদক : ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের সভাপতি আঁলিন তাসকিয়ান। রেইনবো ফিল্ম সোসাইটির ২৫ বছর পূর্তিতে এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের মোট ১৮৮টি চলচ্চিত্র দেখার সুযোগ পাবে সিনেমাপ্রেমীরা। জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রাঁসেজ, আমেরিকান সেন্টার মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সের ৫টি ভেন্যুতে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।

গতকাল এ উপলক্ষে রেইনবো ফিল্ম সোসাইটির সংবাদ সম্মেলনের উৎসবের সব আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। এ সময় উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা পর্ষদের উপদেষ্টা কবি রবিউল হুসাইন, নাট্যব্যক্তিত্ব ম হামিদ, চলচ্চিত্র বিশেষজ্ঞ হায়দার রিজভীসহ আরো অনেকে।

উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শন করা হবে লেবাননের নির্মাতা মাই মাসরি নির্মিত চলচ্চিত্র ‘থ্রি হানড্রেড নাইটস’। এই ছবিটি ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডে বিদেশি ভাষা বিভাগে মনোনয়ন পাওয়ায় আগে থেকেই সিনেমাপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এরপর রেট্রোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হবে ইরানি নির্মাতা আব্বাস কিওরোস্তামি এবং তুরস্কের নারী নির্মাতা ইয়াসিম ইয়াস্তাওগলু নির্মিত পাঁচটি করে ছবি। স্টার সিনেপ্লেক্স ছাড়া অন্যান্য ভেন্যুতে ৩০ টাকা দর্শনীর বিনিময়ে দেশ-বিদেশের এইসব সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকেরা।

উৎসবে বাংলাদেশ ছাড়া প্রদর্শন করা হবে ভারত, আফগানিস্তান, ইরান, জার্মানি, শ্রীলঙ্কা, কাতার, ফ্রান্স, মঙ্গোলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, চীন, নেদারল্যান্ডস, পাকিস্তান, কিউবা, ডেনমার্ক, বেলজিয়াম, ইরাক, আফগানিস্তান, নরওয়ে, সৌদি আরব, তুরস্ক, মিশর, থাইল্যান্ড, পোল্যান্ডসহ ৬৭টি দেশের মোট ১৮৮টি চলচ্চিত্র।

এ ছাড়া সিনেমা প্রদর্শনীর পাশাপাশি রেইনবো চলচ্চিত্র সংসদ ও জাতীয় জাদুঘর যৌথভাবে সপ্তম ঢাকা সিনেমা ওয়ার্কশপের আয়োজন করেছে। ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলমান কর্মশালাটি পরিচালনা করছেন ইরানের নির্মাতা অধ্যাপক মজিদ মোভাগাস্কি।

গতবছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৪তম আসরে বাংলাদেশসহ ৬০টি দেশের ১৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৭/অহ/এসএন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়