ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬৪ বছর বয়সে যমজ সন্তান প্রসব

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬৪ বছর বয়সে যমজ সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক : ৬৪ বছর বয়সে এক স্প্যানিশ নারী জন্ম দিলেন যমজ সন্তান। গত মঙ্গলবার স্পেনের উত্তরে  বারগোস এলাকার একটি হাসপাতালে নিয়মিত সিজার পদ্ধতিতে তিনি সন্তান প্রসব করেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যমজ শিশুদের মধ্যে একটি ছেলে ও অপরটি মেয়ে। ছেলে শিশুটির ওজন ২ দশমিক ৪ কেজি এবং মেয়েটির ২ দশমিক ২ কেজি । মা ও বাচ্চারা সুস্থ আছে।

অজ্ঞাতনামা ওই নারী এর আগে যুক্তরাষ্ট্রে প্রজনন ক্ষমতার চিকিৎসা করিয়েছিলেন। ২০১২ সালে তিনি একটি মেয়ের জন্ম দেন। তবে ২০১৪ সালে মেয়েটিকে দেখভালের দায়িত্ব নেয় একটি সামাজিক সেবা প্রতিষ্ঠান। তবে সদ্য জন্ম দেওয়া দুই শিশুর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এল পাইস আরো জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে ৬০ বছর বয়সী আরও দুই স্প্যানিশ নারী সুস্থ শিশুর জন্ম দিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়