ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ৭০

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫০ জন। বৃহস্পতিবার বিকেলে সিন্ধু প্রদেশের জামশরো জেলার লাল শাহবাজ কালান্দারের মাজারে এ হামলার ঘটনা ঘটেছে।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক এ ডি খাজা বলেছেন, ‘ ৭০ জন নিহত হয়েছে এবং দেড় শতাধিক আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর। তাদেরকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে করাচি নিয়ে যাওয়া হবে।’

এদিকে, এই হামলার দায় স্বীকার করে নিজেদের সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সিতে বিবৃতি দিয়েছে চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিকেলে মাজারে যখন সুফিদের সঙ্গীত উৎসব চলছিল তখনই বোমার বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জামশরো জেলার পুলিশ কর্মকর্তা তারিক উইলায়েত জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা। মাজারের যেখানে মহিলাদের বসার স্থান ছিল সেখানেই বোমাটির বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়