ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাপ্তাহিক রিটার্নে শেয়ার দর কমেছে ১১ খাতে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাপ্তাহিক রিটার্নে শেয়ার দর কমেছে ১১ খাতে

অর্থনৈতিক প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে আর বেড়েছে ৯ খাতে।

লেনদেনের সেরা কোম্পানির তালিকায় রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে আর এন স্পিনিং মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৯ শতাংশ।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পেপার ও প্রিন্টিং খাতে। এই খাতে ৩.২০ শতাংশ দর কমেছে। অন্যদিকে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা ও আবাসন খাতে। এ খাতে দর বেড়েছে ৫.৬২ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১.৮৩ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৩.৯৭ শতাংশ, সাধারণ বীমা খাতে ০.১১ শতাংশ, আইটি খাতে ০.৯৩ শতাংশ, বিবিধ খাতে ১.৫৬ শতাংশ, আর্থিক খাতে ৩.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৩৫ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৩.৩৯ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে শেয়ার দর কমেছে ব্যাংক খাতে ০.৮০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৭৪ শতাংশ, সিরামিক খাতে ০.৮৩ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.১৭ শতাংশ, জীবনবিমা খাতে ০.৭০ শতাংশ, পাট খাতে ২.১১ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ০.৯৬ শতাংশ, ট্যানারি খাতে ০.৬০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩২ শতাংশ ও বস্ত্র খাতে ০.৩২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, বারাকা পাওয়ার আলোচিত সপ্তাহে ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ৯৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজারমূল্য ২০৭ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্সের ১০ দশমিক ১৮ শতাংশ লেনদেন বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৭৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজারমূল্য ১৮৭ কোটি ৪০ লাখ ১৮ হাজার টাকা।

বেক্সিমকোর লেনদেন বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ৫১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে এপোলো ইস্পাত ৪ দশমিক ১৮ শতাংশ, ইফাদ অটোস ৩ দশমিক ১ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেক ১৩ দশমিক ৭২ শতাংশ, সিএমসি কামাল ১১ দশমিক ২০ শতাংশ, তিতাস গ্যাস ৮ দশমিক ৩ শতাংশ ও সেন্ট্রাল ফার্মার ১ দশমিক ৯ শতাংশ লেনদেন বেড়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/আশিক/হাসান/শাহনেওয়াজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়