ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

'যুব উদ্যোক্তাদের কর হয়রানি না করার আহ্বান'

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'যুব উদ্যোক্তাদের কর হয়রানি না করার আহ্বান'

অর্থনৈতিক  প্রতিবেদক : যুব উদ্যোক্তারা যাতে কর হয়রানির শিকার না হন সে বিষয়ে পদক্ষেপ নিতে এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

শনিবার বিকেলে জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে এনবিআর আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ও রাজস্ব সংলাপে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা আজম বলেন, বেকার যুবকরা ব্যাংক ঋণ নিতে গিয়ে কর হয়রানির শিকার হন। ফলে সে যুবক ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার প্রথম পর্যায়েই আগ্রহ হারিয়ে ফেলেন। উদ্যোক্তা যুবকরা যাতে কর হয়রানির শিকার না হন সে বিষয়ে এনবিআরকে পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, ‘কর প্রদানে মানুষকে উদ্বুদ্ধ, উজ্জীবিত ও সচেতন করতে এনবিআর সারাদেশে রাজস্ব সংলাপসহ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর প্রদানে মানুষকে উৎসাহিত ও সচেতন করতে হবে। ইচ্ছাকৃতভাবে করফাঁকির মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। কর প্রদানে উদ্বুদ্ধের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হলে ১৬ কোটি মানুষকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর প্রদানে ব্যক্তিগত উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।’

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইনে ব্যবসার প্রসার বাড়বে। এ আইন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ আইন বাস্তবায়নে ব্যবসায়ীসহ সবার সহযোগিতা চাই। রাজস্ব সংলাপের মাধ্যমে মানুষের মধ্যে করভীতি দূর হচ্ছে। ভবিষ্যতে এর প্রসার বাড়বে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়নবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এনবিআর সদস্য পারভেজ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/জামালপুর/১৮ মার্চ ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়