ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দার্জিলিংয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়ালটন

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দার্জিলিংয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক : দেশের পাশাপাশি এবার দেশের বাইরেও স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়ালটন। ওয়ালটন গ্রুপের মার্কেটিং টিম ভারতের দার্জিলিং ভ্রমণকালে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করে।

অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মার্কেটিং বিভাগের প্রধান এমদাদুল হক সরকার, অপারেটিভ ডিরেক্টর মো. রায়হানসহ মার্কেটিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমদাদুল হক সরকার বলেন, ‘লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার লক্ষ্য অর্থনৈতিক মুক্তি।  আমাদের কোম্পানি ওয়ালটন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে।’ এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের এই এক্সিকিউটিভ ডিরেক্টর আরো বলেন, ওয়ালটন প্রতিষ্ঠা করা হয় দেশের জন্য, দেশের মানুষের জন্য। শুধুমাত্র নিপাট বাণিজ্যিক কারণেই ওয়ালটনের জন্ম হয়নি। ওয়ালটনের জন্ম হয়েছে দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে অনেক ঊর্ধ্বে তুলে ধরার জন্য। ওয়ালটন সেটি করার প্রাণপণ চেষ্টা করে চলেছে।’

তিনি আরো বলেন, ‘ওয়ালটনের বিভিন্ন পণ্য এখন দেশের প্রতিটি ঘরে ঘরে। মানুষের আস্থা অর্জন করে মেড ইন বাংলাদেশ লেখা ওয়ালটন পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ও  সমান জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে। আমাদের আগামী লক্ষ্য হচ্ছে- ওয়ালটন পণ্য দিয়ে বিশ্ব জয় করা। আমাদের আশা, অচিরেই আমরা সেই লক্ষ্য স্পর্শ  করব।’

মো. রায়হান বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু আমাদের হৃদয়ে আছে বাংলাদেশ আর বাংলাদেশের প্রিয় মানুষগুলো। আমাদেরকে যারা রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।’

এ সময়  মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাহ শহীদ চৌধুরী বলেন, ‘দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশপ্রেম থেকেই আজ আমরা বিদেশের মাটিতে এসেও বাংলাদেশের পতাকা তুলে স্বাধীনতার বীর সৈনিকদের স্মরণ করছি।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/শাহরিয়ার/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়