ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সূচক কমলেও লেনদেন বেড়েছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার শেয়ারবাজারে লেনদেনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের দাপট ছিল বেশি।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ১৪ শতাংশ লেনদেন বেড়েছে। পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে এক হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৩৮ কোটি ৯৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯৯৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪  পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৯৯ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৫৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।



রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/আশিক/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়