ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লা ও সুনামগঞ্জে নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৭, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা ও সুনামগঞ্জে নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ আসন ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আজ বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংকের শাখা অফিস বন্ধ থাকছে। একই সঙ্গে সব নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

নির্বাচন উপলক্ষে তফসিলি ব্যাংকের শাখা অফিস বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের দুটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ নির্বাচনী শূন্য আসনে নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বৃহস্পতিবার  বন্ধ থাকবে। ব্যাংকের ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন শূন্য হয়। বৃহস্পতিবার এ শূন্য আসনে উপনির্বাচন হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/আশরাফ/হাসান/এসএন/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়