ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রহিম টেক্সটাইলের তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রহিম টেক্সটাইলের তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই ১৬-মার্চ ১৭) রহিম টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৩৭ টাকা, শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ২১.১২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৯.৮৩ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪.৫৭ টাকা, এনওসিএফপিএস ছিল ১৫.২৪ টাকা এবং ৩০ জুন, ২০১৬ পর্যন্ত এনএভিপিএস ছিলো ৪৮.২৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৮০ টাকা।

উল্লেখ্য, গত তিন মাসে (জানুয়ারি-মার্চ ১৭) এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। যা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ১.৪৬ টাকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়