ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেকনাফে সাড়ে ৬ লাখ ইয়াবা উদ্ধার, গুলিবিদ্ধ ১

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনাফে সাড়ে ৬ লাখ ইয়াবা উদ্ধার, গুলিবিদ্ধ ১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একজন গুলিবিদ্ধসহ আটক করা হয়েছে মিয়ানমারের তিন নাগরিককে।

সোমবার সকালে টেকনাফ উপজেলার জালিয়ারদ্বীপ ও নাইট্যংপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জালিয়ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

অপরদিকে, একই উপজেলার নাইট্যংপাড়ায় অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা পিস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৫০ হাজার টাকা।

বিজিবির এ কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে ইয়াবা আসার খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গেলে পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। এ সময় বিজিবিও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ একজনসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি অস্ত্রও। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১৭ এপ্রিল ২০১৭/সুজাউদ্দিন রুবেল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়