ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মিয়ানমারে পানি উৎসবে নিহত ১৪

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারে পানি উৎসবে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের পানি উৎসবে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৫২ জন। সোমবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার থেকে মিয়ানমারে বাৎসরিক পানি উৎসব শুরু হয়। উৎসব শেষ হয়েছে রোববার।

উৎসব চলাকালে গত চারদিনে বিভিন্ন ঘটনায় দেশটিতে ১৪ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছে। এসব ঘটনায় ১৪৭টি মামলা হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম আলনি ডেইলি জানিয়েছে, মদ পান করে গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি ও দলগত মারামারির ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর মিয়ানমারে পানি উৎসব চলাকালে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছিল ৩৬ জন। এছাড়া আহত হয় আরো ৩১৬ জন।





রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়