ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাসচাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসচাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় শারমীন আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শারমীন আক্তার রায়পুরা উপজেলার বড়চর গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলামের মেয়ে ও বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের ছাত্রী।

সোমবার সকাল ১০টায় বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ কলেজ শিক্ষার্থীরা দুপুরে প্রায় ১ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল শারমীন আক্তার। যাওয়ার পথে বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস শারমীনকে চাপা চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সময় তার মৃত্যুর খবর নারায়ণপুর কলেজে ছড়িয়ে পড়লে কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী নারায়ণপুর বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ছাত্রছাত্রীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



রাইজিংবিডি/নরসিংদী/১৭ এপ্রিল ২০১৭/গাজী হানিফ মাহমুদ/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়