ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পোল্ট্রি ফিডে কর প্রত্যাহারসহ দীর্ঘমেয়াদি নীতির দাবি

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোল্ট্রি ফিডে কর প্রত্যাহারসহ দীর্ঘমেয়াদি নীতির দাবি

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের পোল্ট্রি শিল্পের বিকাশে ২০১৭-১৮ অর্থবছরে এ খাতে কর প্রত্যাহারের পাশাপাশি দীর্ঘমেয়াদি নীতি প্রণয়নে সরকারের প্রতি দাবি  জানিয়েছে ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

সংগঠনটি পোল্ট্রি খাদ্যের আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার, পোল্ট্রি ফিডের কাঁচামাল সয়াবিন মিল আমদানির ওপর আরোপিত শুল্ক মওকুফসহ সব পর্যায়ে আরোপিত ভ্যাট ও কর কমানোর দাবি জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান এসব দাবি উত্থাপন করেন।

মশিউর রহমান বলেন, পোল্ট্রি ফিডের প্রধান উপাদান ভুট্টা। কারণ, পোল্ট্রি ফিডে প্রায় ৬০ ভাগ ভুট্টা ব্যবহৃত হয়। দেশে উৎপাদিত ভুট্টার প্রধান ক্রেতা এ শিল্প। তারপরও দেশে উৎপাদিত ভুট্টা পোল্ট্রি শিল্পের চাহিদার মাত্র ৪৫ শতাংশ মেটাতে সক্ষম। বাকি ৫৫ শতাংশ ভুট্টা আমদানি করতে হয়। অথচ আমদানি পর্যায়ে ৫ শতাংশ অগ্রিম আয়কর আরোপের কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। সে কারণে পোল্ট্রি খাদ্যের উপকরণ আমদানির ওপর অগ্রিম আয়কর প্রত্যাহারের আবেদন করছি।

তিনি বলেন, গত বাজেটে কাস্টমস আইন পরিবর্তন করে হাঁস-মুরগির খাদ্য তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল সয়াবিন মিলের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আমাদের ফিড মিলের বার্ষিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টনের বিপরীতে দেশে আনুমানিক ৮ লাখ মেট্রিক টন সয়াবিন মিল পাওয়া যায়। বাকি ৮ লাখ মেট্রিক টন সয়াবিন মিল আমদানি করে চাহিদা পূরণ করতে হয়। পোল্ট্রি ফিড তৈরিতে উপকরণ হিসেবে সয়াবিন মিল প্রায় ২৫ শতাংশ ব্যবহৃত হয়। অথচ ১০ শতাংশ কাস্টসম শুল্কের কারণে পোল্ট্রি ফিডের উৎপাদন ব্যয় বেড়ে সামগ্রিকভাবে ডিম, মুরগির বাচ্চা ও ব্রয়লার মুরগির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তাই আরোপিত শুল্ক প্রত্যাহারের আবেদন করছি।

মশিউর রহমান বলেন, পোল্ট্রি ফিড তৈরির অত্যাবশ্যকীয় উপকরণ ভেজিটেবল প্রোটিন হিসেবে ব্যবহৃত পণ্যগুলোর ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এ ভ্যাট কমানোর দাবি জানাচ্ছি। এর পাশাপাশি এই খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে সরকারে দীর্ঘমেয়াদি নীতির দাবি জানাচ্ছি।

প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব আহরণে আপনারা আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন। এনবিআর সৎ ব্যবসায়ীদের প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। আজকের আলোচনায় উত্থাপিত দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৭/ এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়