ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পৃথিবীর কোল ঘেঁষে যাবে বিশাল গ্রহাণু

তাহের || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পৃথিবীর কোল ঘেঁষে যাবে বিশাল গ্রহাণু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর খুব কাছে রয়েছে একটি গ্রহাণু। গত তিন বছর আগে সেই গ্রহাণু আবিষ্কার করে নাসা।

আজ বুধবার যেকোনো সময় সেটাই পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাবে। এমনটাই জানানো হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে।

এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০১৪ জেও২৫, যার আকার প্রায় ২ হাজার ফুট।

গবেষকেরা জানিয়েছেন, পৃথিবীর ১.১ মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে এই গ্রহাণু। যদিও পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

তবে এই প্রথম এত বড় একটি গ্রহাণু পৃথিবীর এত কাছ দিয়ে যাচ্ছে।

প্রত্যেক সপ্তাহেই ছোট আকারের গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে যায়। তবে এটাই সব থেকে কাছ দিয়ে যাবে। এরপর ১৯৯৯ এএন১০ নামের একটি গ্রহাণু পৃথিবীর কাছ ঘেঁষে যাবে।

তবে গত ৪০০ বছরে পৃথিবীর এত কাছ দিয়ে কোনো গ্রহাণু যায়নি বলে জানা গেছে। আগামী ৫০০ বছরেও যাবে না। ১৯ এপ্রিলের পর থেকে রাতের আকাশে দেখাও যাবে গ্রহাণুটিকে। দুই দিন পর অন্ধকারে মিলিয়ে যাবে এটি।




রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/এসটি/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়