ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার : নিবন্ধন শেষ আজ

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৬, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার : নিবন্ধন শেষ আজ

নিজস্ব প্রতিবেদক : দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৭’।

এতে অংশ নিতে প্রতিযোগীদের নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আজ ১৯ এপ্রিল, বুধবার।

বিনোদন ও জীবনশৈলী, ব্যবসা, সংবাদ ও গণমাধ্যম, ভ্রমণ ও সংস্কৃতি, পরিবেশ ও স্বাস্থ্য, ক্ষমতায়ন, শিক্ষা এবং সরকার — এই আটটি বিভাগে প্রতিযোগীরা নিবন্ধন করিয়ে অ্যাপ জমা দিতে পারবেন। এ সম্পর্কিত মোবাইল অ্যাপ বানিয়ে যে কেউ এতে অংশ নিতে পারবেন।

প্রতি বিভাগ থেকে তিনজন করে ২৪ জন অ্যাপ নির্মাতাকে পুরস্কৃত করা হবে। আগামী ৪ মে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।

আইসিটি বিভাগ ও ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। এতে বিজয়ীরা ওয়ার্ল্ড সামিট মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কারের গ্লোবাল প্রতিযোগিতার জন্য সরাসরি মনোনীত হবেন।

এই প্রতিযোগিতায় সহযোগিতা করছে গুগল ডেভেলপার গ্রুপ সোনারগাঁও এবং গুগল ডেভেলপার গ্রুপ বাংলা। নিবন্ধন ও মনোনয়ন জমা দেওয়া যাবে www.appaward.ictd.gov.bd এই ঠিকানায়।

প্রতিযোগিতার বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এ বিষয়ে বলেন, ‘মোবাইলভিত্তিক বিভিন্ন উদ্যোগের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে উৎসাহ ও সহায়তা দিতে এই আয়োজন। আশা করছি, তারা এ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের তুলে ধরবেন।’




রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/আশরাফ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়