ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘চাপ দিয়ে কাজ করাতে পারবেন না’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চাপ দিয়ে কাজ করাতে পারবেন না’

অর্থনৈতিক প্রতিবেদক : অভ‌্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বার্ডের (এনবিআর) চেয়ারম‌্যান মো. নজিবুর রহমান ব‌্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, ‘এনবিআর আপনাদের প্রতিষ্ঠান। আমরা আপনাদের নিয়ে চলতে চাই। গঠনমূলক সমালোচনা করবেন। চাপ দিয়ে কাজ করাতে পারবেন না। দয়া করে দেশকে কিছু দেওয়া চেষ্টা করুন।’

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত পরামর্শক কমিটির ৩৮তম সভায় তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

নজিবুর রহমান বলেন, ‘আমি শক্ত কথাবার্তা বলি। কাজকর্ম করি, যত বড় সমস‌্যাই হোক সমাধানের চেষ্টা করি। আজকে অর্থমন্ত্রী আসার আগে আমাকে জিজ্ঞেস করেছেন, কী দিয়ে যেতে পারি। আপনারা মেঘ চেয়েছেন, উনি বৃষ্টি দেওয়ায় প্রস্তুত। আজকে সেই মুড নিয়ে এখানে এসেছিলেন।’

এনবিআর চেয়ারম‌্যান বলেন, ‘আজ এখানে বাজেট নিয়ে খোলামেলা আলোচনা করা যাবে না।  এতে রীতিনীতি নষ্ট হবে। অর্থমন্ত্রী সংসদে ঘোষণা করবেন। আপনাদের ধৈর্য ধরতে হবে। এনবিআর আপনাদের প্রতিষ্ঠান। আপনাদের নিয়ে আমরা চলব। আমরা গঠনমূলক সমালোচনা করবেন। দেশের জন‌্য কাজ করছেন, আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব।’

ব‌্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অব্যাহত সহযোগিতার জন‌্য ধন‌্যবাদ। আপনাদের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করুন। দয়া করে তাদের ওয়াজ-নসিহতের ব‌্যবস্থা করেন। চাইলে আমিও মেডিটেশনের ব‌্যবস্থা করতে পারি। আমি নিজেও স্কুল জীবন থেকে মেডিটেশন নিয়ে কাজ করতাম। এ বিষয়ে আমার নিজের প্রশিক্ষণকেন্দ্র আছে।’

নজিবুর রহমান বলেন, ‘আমরা তথ‌্যভাণ্ডার নিয়ে কাজ করি। আমি যখন মাঠ পর্যায়ে যাই, শঙ্কিত ও উদ্বিগ্ন হই। আমি ব‌্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাপ্তাহিক মিটিংয়ে আপনাদের সব বক্তব‌্য তুলে ধরি। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের জন‌্য সে সুযোগ তৈরি করে দিয়েছেন, অতীতে কোনো প্রধানমন্ত্রী এরকম করেন নাই। প্রধানমন্ত্রী অত‌্যন্ত দায়িত্ব সচেতন। আপনাদের দাবি-দাওয়া, অভাব-অভিযোগ ও প্রস্তাব তুলে ধরা হয়।’

জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, আমরা যদি কারো হাত সম্প্রসারিত হতে দেখি, তাহলে আমাদের হাত আরো দীর্ঘ হবে। আমরা হাত বাড়াব, আমরা একসাথে কাজ করব। আপনাদের মধ‌্যে সেই সদিচ্ছা আমরা দেখছি। আপনারা সবসময় আমাদের সহযোগিতা করেন। আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। আপনাদের প্রতিটি শব্দ, বাক‌্য বিশ্লেষণ করা হবে। আমরা আপনাদের নিয়ে এগোতে চাই।’

পরামর্শক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদসহ বিভিন্ন ব‌্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়