ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আইসিএমএবিতে কস্ট অডিট প্রশিক্ষণ শুরু মঙ্গলবার

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিএমএবিতে কস্ট অডিট প্রশিক্ষণ শুরু মঙ্গলবার

অর্থনৈতিক প্রতিবেদক : দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কস্ট অডিট বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে।

এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আইসিএমএবির রুহুল কুদ্দুস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

সোমবার আইসিএমএবির নির্বাহী পরিচালক মো. মাহবুব উল আলম এফসিএমএ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। চার দিনব্যাপী কস্ট অডিট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করবেন তিনি।

এ ছাড়া অনুষ্ঠানে ভারতের কস্ট অডিট বিষয়ে সিএমএ ডিগ্রিধারী তিনজন বিশেষজ্ঞ টেকনিক্যাল পেপার উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কস্ট অ্যান্ড  ম্যানেজমেন্ট একাউন্টিং পেশায় নিয়োজিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান যা বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট পেশায় আগ্রহীদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে দক্ষ ও পেশাগত মানসম্পন্ন হিসাববিদ তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা আইসিএমএবির মুখ্য উদ্দেশ্য।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/আশরাফ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়