ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কার্ডিফের সুখস্মৃতি হাতছানি দিচ্ছে বাংলাদেশকে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কার্ডিফের সুখস্মৃতি হাতছানি দিচ্ছে বাংলাদেশকে

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে এ পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৭টি হারের বিপরীতে মাত্র একটি জয় রয়েছে টাইগারদের। সেটাও ১২ বছর আগে। ২০০৫ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে আশরাফুলের দুর্দান্তে সেঞ্চুরিতে সেবার ৫ উইকেটে হারিয়েছিল অসিদের। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে যারা খেলেছিলেন তাদের মধ্যে কেবল মাশরাফি আছেন দলে। রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার সংবাদিকরা মাশরাফিকে প্রথমেই সেই ম্যাচের সুখস্মৃতির বিষয়ে প্রশ্ন করলেন।

চোখেমুখে উচ্ছলতা নিয়ে মাশরাফির সহজাত উত্তর, ‘ও হ্যাঁ, কার্ডিফ। ১২ বছর আগের ঘটনা। তবে আগামীকাল নতুন একটি দিন। অবশ্য সেটা আমাদের জন্য দারুণ একটি সুখস্মৃতি হয়ে আছে। আগামীকাল আমরা সেরা একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তাদের বিপক্ষে আমরা খেলতে আত্মবিশ্বস্ত। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’

ওই ম্যাচের কোনো স্মৃতি মনে আছে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আমি কেবল সেটা মনে করতে পারছি যে আমি গিলক্রিস্টকে আউট করেছিলাম। রাতে আমরা অনেক মজা করেছি। আসলে সেটা আমাদের জন্য দারুণ একটি স্মৃতি। অবশ্য এখন আমি ছাড়া সেই দলের কেউ এই দলে নেই। দলে অনেক পরিবর্তন এসেছে।’

আজ কার্ডিফে নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে কেনিংটন ওভালে। তবে ১২ বছর আগের সেই সুখস্মৃতি আরো একবার ফিরে আসে কিনা বাংলাদেশের জন্য সেটাই দেখার বিষয়।



রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়