ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গেইনারের শীর্ষে ফাইন ফুডস, লুজারে পূরবী

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩১, ১৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গেইনারের শীর্ষে ফাইন ফুডস, লুজারে পূরবী

অর্থনৈতিক প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। আর লুজারের শীর্ষে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এসব তথ্য জানিয়েছে।

আলোচ্য সপ্তাহে ফাইন ফুডসের প্রতিদিন গড়ে ১ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৫ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৩৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ১৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩১ কোটি ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-এইচ আর টেক্সটাইল লিমিটেড ৮ দশমিক ৪১ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮ দশমিক ০৮ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭ দশমিক ৯৫ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ৭ দশমিক ০৪ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ৬ দশমিক ৭৯ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ দশমিক ৮৪ শতাংশ এবং আমরা টেকনোলজিস লিমিটেডের ৫ দশমিক ৭৯ শতাংশ দর বেড়েছে।

এদিকে সমাপ্ত সপ্তাহে ডিএসইতে টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ দশমিক ১৭ শতাংশ। প্রতিদিন গড়ে কোম্পানিটির ৪১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৯ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০ দশমিক ০৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৭৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৯ দশমিক ৬৪ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৬৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৩ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ ছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮ দশমিক ৬৪ শতাংশ, ইয়াকিন পলিমার ৬ দশমিক ৫৬ শতাংশ, এসইএসএর আইবিবিএল শরিয়াহ ফান্ড ৬ দশমিক ৫২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৬ দশমিক ২০ শতাংশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ দশমিক ৮৮ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ দশমিক ৬৬ শতাংশ এবং ডেলটা স্পিনার্স লিমিটেডের ৫ দশমিক ৪৫ শতাংশ দর কমেছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৭/আশিক/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়