ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ছবিযুক্ত পরিচয়পত্র বহন করার অনুরোধ ইউএস বাংলার

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিযুক্ত পরিচয়পত্র বহন করার অনুরোধ ইউএস বাংলার

নিজস্ব প্রতিবেদক : বেসারিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল যাত্রীদের অভ্যন্তরীণ রুটে আকাশপথে ভ্রমণে ছবিযুক্ত পরিচয় পত্র বহন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বুধবার সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সে থেকে জানানো হয়, চেক-ইন কাউন্টারে প্রিন্টেড টিকিটের সাথে ছবিযুক্ত পরিচয়পত্র দেখানোর জন্য। ছবিযুক্ত পরিচয়পত্র বলতে বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট কার্ড, বৈধ ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র কিংবা কোনো প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র বোঝানো হয়েছে।

এক্ষেত্রে আন্তর্জাতিক রুটের যাত্রীদের বৈধ পাসপোর্ট সঙ্গে রাখা বাঞ্ছনীয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র বহন করার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্ট, করপোরেট অফিসসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার ও সব শ্রেণির যাত্রীদেরকে অনুরোধ করছে এই বেসরকারি বিমান সংস্থাটি।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৭/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়