ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

২০২১ পর্যন্ত ম্যানইউতে আর্জেন্টাইন রোমেরো

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০২১ পর্যন্ত ম্যানইউতে আর্জেন্টাইন রোমেরো

ক্রীড়া ডেস্ক : ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন সার্জিও রোমেরো। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকবেন আর্জেন্টাইন এ গোলরক্ষক।

ফ্রি অব ট্রান্সফারে ২০১৫ সালে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোমেরো। ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন ৩০ বছর বয়সি এ গোলরক্ষক।

আর্জেন্টিনা ‍ফুটবল দলে গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ রোমেরো। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দলের গোলরক্ষক ছিলেন তিনি। এছাড়া ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা দলের গোলপোস্ট সামলিয়েছেন রোমেরো।

ম্যানইউতে গত মৌসুমে ডেভিড ডি গিয়ার আড়ালেই ছিলেন রোমেরো। তবে ইউরোপা লিগে দুর্দান্ত পারফর্ম করে দলটির কোচ হোসে মরিনহোর নজর কেড়েছেন তিনি। আর এ জন্যই ২০২১ সাল পর্যন্ত তার মেয়াদ বাড়িয়েছে রেড ডেভিলসরা।  

গত দুই মৌসুমে ম্যানইউর হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন রোমেরো। ডি গিয়ার ম্যানইউ ছেড়ে রিয়ালে যাওয়া নিয়ে গুঞ্জন চলছে। সেটা সত্যি হলে ম্যানইউর হয়ে আরও বেশি ম্যাচে সুযোগ পেতে পারেন রোমেরো।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়