ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাপ্তাহিক গেইনারের শীর্ষে রূপালী ব্যাংক, লুজারে আইসিবি

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাপ্তাহিক গেইনারের শীর্ষে রূপালী ব্যাংক, লুজারে আইসিবি

অর্থনৈতিক প্রতিবেদক : সূচকের উত্থান থাকলেও লেনদেন কম ছিল গত সপ্তাহে। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনারের শীর্ষে অবস্থান করছে রূপালী ব্যাংক লিমিটেড। আর টপটেন লুজারের তালিকার শীর্ষে অবস্থান করছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে রূপালী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১৬.৭১ শতাংশ। এই সময়ে ব্যাংকটির ১৯ কোটি ৯ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা প্রতিদিন গড়ে ৩ কোটি ৮১ লাখ ৮৪ হাজার শেয়ার লেনদেন হয়।

সাপ্তাহিক গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সাফকোং স্পিনিং মিলসের ১৬.৫৬ শতাংশ, কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের ১১.৬৮ শতাংশ, হাক্কানি পাম্প অ্যান্ড পেপারের ১০.৬৪ শতাংশ, প্রিমিয়াম ব্যাংকের ৮.৩৩ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৮.০৫ শতাংশ, প্রগতি ইনস্যুরেন্সের ৮ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭.৮৪ শতাংশ, মুন্নু সিরামিকসের ৬.৫২ শতাংশ এবং ফাইন ফুডের ৬.৪৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এদিকে বিদায়ী সপ্তাহে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৬.৬৭ শতাংশ। এই সময়ে কোম্পানিটির মোট ১ কোটি ৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ২১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সাপ্তাহিক লুজারের তালিকার অন্যান্য কোম্পানির মধ্যে ইসলামিক ইনস্যুরেন্সের ৬.৪২ শতাংশ, বিডি অটোকার্সের ৬.১৫ শতাংশ, মার্কেন্টাইল ইনস্যুরেন্সের ৫.৫০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৬৭ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩.০৯ শতাংশ, বিআইএফসির ৩.০৫ শতাংশ, ভ্যাননগার্ড এমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ৩ শতাংশ এবং পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২.৯৭ শতাংশ শেয়ার দর কমেছে।



রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৭/আশিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়