ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুঁজিবাজারের ২৬ প্রতিষ্ঠানের পর্ষদ সভা আজ

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৯, ৩০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুঁজিবাজারের ২৬ প্রতিষ্ঠানের পর্ষদ সভা আজ

অর্থনৈতিক প্রতিবেদক : পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪০ কোম্পানি ও ২ ফান্ড। চলতি সপ্তাহে এসব কোম্পানির সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ রোববার সাপ্তাহিক কার্যদিবসের প্রথম দিনে অনুষ্ঠিত হবে ২৬ কোম্পানির পর্ষদ সভা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এসব সভায় ৩০ জুন, ২০১৭ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হবে। এ ছাড়া একটি ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, বাটা সু এবং প্রিমিয়ার লিজিংয়ের বোর্ড সভা আজ দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। বিকেল পৌনে ৩টা অনুষ্ঠিত হবে ট্রার্স্ট ব্যাংকের বোর্ড সভা। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা, জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা, ইন্টারন্যাশনাল লিজিংয়ের বোর্ড সভা, আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা, রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এসসিসি ব্যাংক লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা।

এক্সিম ব্যাংকের বোর্ড সভা, তাকাফুল ইন্স্যুরেন্সের বোর্ড সভা, ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা, উত্তরা ফাইন্যান্সের বোর্ড সভা, মাইডাস ফাইন্যান্সের বোর্ড সভা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা এবং ফাস ফাইন্যান্সের বোর্ড সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা, ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভা এবং এমটিবি’র বোর্ড সভা। রেকিট বেনকিজারের বোর্ড সভা বিকেল সোয়া ৪টায় অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ইউনিয়ন ক্যাপিটাল এবং মেঘনা লাইফের বোর্ড সভা। এ ছাড়া ফিনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এসব কোম্পানির সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়