ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পূর্বাচল সিটির আবাসন মেলা এবার ঢাকার প্রাণকেন্দ্রে

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূর্বাচল সিটির আবাসন মেলা এবার ঢাকার প্রাণকেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরা, গুলশান ও বনশ্রীর পর পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা এবার ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল এবং বারিধারা ও ধানমন্ডিতে হতে যাচ্ছে।

৭ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ইউএস-বাংলা এসেটস এর ব্যবস্থাপনায় এই মেলা অনুষ্ঠিত হবে বলে কোম্পানি সূত্রে জানানো হয়েছে।

এর মধ্যে আগামী ৭-৯ আগস্ট হোটেল পূর্বানী, মতিঝিলে তিন দিনব্যাপী এ আবাসন মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

মতিঝিলের পর ১০-১২ আগস্ট পর্যন্ত এই মেলা হবে ঢাকার ধানমন্ডির কাবুজ রেস্টুরেন্টে (ইস্টার্ণ এলিট সেন্টার, লেভেল-৫, ৭৪১ সাত মসজিদ রোড)

এছাড়া ইউএস-বাংলা এসেটস্ এর করপোরেট অফিস বারিধারায় ৭ থেকে ১৩ আগস্ট সপ্তাহব্যাপী পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। 

বর্তমানে আমেরিকায় বাংলাদেশী অধ্যূষিত বিভিন্ন শহরে এবং কানাডাতে বেশ কয়েকটি পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা চলছে। পর্যায়ক্রমে ইউকেসহ ইউরোপের বিভিন্ন দেশে মেলার আয়োজনের পরিকল্পনা নিয়েছে।

প্রসঙ্গত, পূর্বাচল আমেরিকান সিটি, ইউএস-বাংলা এসেটস্ এর অন্যতম প্রকল্প।



রাইজিংবিডি/ঢাকা/০৬ আগস্ট ২০১৭/মেহেদী/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়