ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ফুলবাড়িয়ায় স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুলবাড়িয়ায় স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জেলার ফুলবাড়িয়া উপজেলায় স্ত্রী হত্যায় স্বামীকে ‍মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নিহতের নাম মর্জিনা খাতুন। তার স্বামীর নাম সাইফুল ইসলাম।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় দেন।

মামলায় সাইফুল ইসলামের বাবা আব্দুল মোতালেব ও মা মালেকা খাতুনকে অব্যাহতি দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর পূর্বে ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে মর্জিনা খাতুনের বিয়ে হয়। এরপর তাদের দুটি কন্যা সন্তান হয়। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকেই সাইফুল, তার বাবা আব্দুল মোতালেব ও মা মালেকা খাতুন যৌতুকের জন্য মর্জিনার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।

এক পর্যায়ে মর্জিনার বাবা মেয়ের সংসারের কথা চিন্তা করে এক লাখ টাকা দেন মেয়ের জামাইকে।কিন্তু এরপরও মর্জিনার ওপর নানাভাবে নির্যাতন অব্যাহত থাকে। এরপর বিদেশ যাওয়ার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে সাইফুল। টাকা না পেয়ে সাইফুল, তার বাবা ও মা ২০১৪ সালের ১০ অক্টোবর মর্জিনাকে মারপিট ও নির্যাতন করে হত্যা করে বলে মর্জিনার বাবা তখন মামলা দায়ের করেন।

মামলায় তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। সাইফুলের বাবা ও মায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যহতি দেয় আদালত।



রাইজিংবিডি/ময়মনসিংহ/৬ আগস্ট ২০১৭/শেখ মহিউদ্দিন আাহম্মদ/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়