ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুটখালী সীমান্তে ৩৫ পিস সোনার বারসহ আটক ১

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুটখালী সীমান্তে ৩৫ পিস সোনার বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, যশোর : ভারতে পাচারের সময় যশোরের পুটখালী সীমান্ত থেকে ৩৫ পিস সোনার বারসহ আব্দুল মমিন নামে একজনকে আটক করেছে বিজিবি।

মমিন শার্শা উপজেলার উলাসী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পুটখালী সীমান্তের মসজিদ চেকপোস্ট থেকে ৪১ বিজিবির সদস্যরা তাকে আটক করেন।

পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় পুটখালী সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে এক চোরাকারবারী ভারতে সোনার একটি চালান পাচার করবে। এ খবর পাওয়ার পর পুটখালী মসজিদ চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়। বেলা ১১টার দিকে মোটরসাইকেলে সন্দিগ্ধ ব্যক্তি সেখানে পৌঁছলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি করে ৩৫ পিস সোনার বার উদ্ধার করা হয়।

আটক মমিন জানিয়েছেন, সোনার চালানটি তিনি ঢাকা থেকে নিয়ে আসেন।



রাইজিংবিডি/যশোর/৮ আগস্ট ২০১৭/বি এম ফারুক/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়